আতঙ্ক ছড়ানো নতুন চিনা ভাইরাস এইচএমপিভি সম্পর্কে যা জানা গেল

নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঁচ বছর আগে যে ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে, আবারও সে রকম কিছু হবে কি না, তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ম্য বেড়েছে চীন ও জাপানে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের হাসপাতালগুলোতে হঠাৎ করে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড়। বলা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া ও কোভিড-১৯ এর পাশাপাশি এইচএমপিভির প্রাদুর্ভাবই দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ।

অবশ্য চীনের পক্ষ থেকে বিষয়টিকে ‘শীতজনিত স্বাস্থ্যগত সমস্যা’ হিসেবে অভিহিত করে অভয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার সাংবাদিকদের বলেন, মানুষের শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা সাধারণত শীতের মৌসুমেই বাড়তে দেখা দেয়।

হাসপাতালগুলোতে ভিড় এবং শ্বাসযন্ত্রের রোগ বৃদ্ধিজনিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রোগগুলো তুলনামূলক কম মারাত্মক এবং গত বছরের তুলনায় ছোট পরিসরে ছড়িয়েছে। তিনি নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের প্রতি চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের (সিডিসি) জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *